
ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমি জমার বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন (৬০) হত্যায় কান্ডে ৪জনকে গ্রেফতার করে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) দুপুরে ভোলা মডেল থানায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়। অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার প্রেস ব্রিফিং এ জানান, গত ০১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভোলা মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি সাকিনে স্থানীয় আলমের বাড়ির সামনের রাস্তায় উপর পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৫)কে মারধর করে মারাত্মক জখম করে।
পরে তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এবং উক্ত ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ সাকিল (২১), মোঃ আবু সাঈদ খন্দকার (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান তিনি।
তিনি আরও জানান, এ হত্যা সংক্রান্ত বিষয়ে আজ বুধবার ০২ এপ্রিল ২৫ ইং তারিখে নিহত জামাল উদ্দিনের ছেলে টিটন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজু করে। মামলা নং ০১/২৫।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাছনাইন পারভেজ ।
The post ভোলায় বিএনপি নেতা হত্যাকান্ডের ঘটনায় ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.