
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ভাঙ্গন কবলিত এলায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভাঙ্গন পয়েন্টে বিকল্প রিংবাধ নির্মাণ কাজে স্থানীয় জনগণকে সহযোগিতা করছে তারা।
গতকাল ১ এপ্রিল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত সাতক্ষীরার আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ভেঙে যাওয়া বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং সংকট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে আশাশুনি ক্যাম্প থেকে দুটি প্যাট্রল টিম এলাকাটিতে অবস্থান করে স্থানীয় লোকজন এবং প্রশাসনকে বাঁধ মেরামতের কাজে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এছাড়াও ৫৫ পদাতিক ডিভিশন হতে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দল বাঁধ মেরামতের জন্য উক্ত স্থানে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ সকাল পৌনে ৯টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধের একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গনের স্থানে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তা সম্ভবপর হয়নি।
The post আশাশুনির ভাঙ্গন পয়েন্টে বাঁধ নির্মাণে কাজ করছে সেনাবাহিনী appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.