
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় তিন সন্তানের জননী মোসা.আখি আক্তার নুপুর (৩৫) রহস্য জনক ভাবে নিখোঁজ রয়েছে। ঘরের মেঝেতে রক্তের জমাট পরে আছে। তবে হত্যা না গুম এখনও বলা যাচ্ছে না।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে আমগীর সিকদারের বাড়িতে।
স্থানীয়রা জানান, আলমগীর সিকদার ঢাকায় একটি কসমেটিকস কম্পানিতে সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলো। ঈদের ছুটিতে বাড়িতে আসেন আলমগীর, পরিবার ও আত্মীয় স্বজন দের নিয়ে গতকাল রাতে খাবার খেয়ে। আলমগীর তার ছোট মেয়ে সাওদা কে নিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমায়। হঠাৎ রাত ২ টা ৩০ মিনিটের দিকে বড়ো ছেলে নবম শ্রেণিতে পড়ুয়া আসাদুল ইসলাম নোমান চিৎকারের শব্দ পেয়ে ঘরের মেঝেতে রক্ত দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আখি আক্তার নুপুরকে খোজাখুজি শুরু করে এক পর্যায় না পেয়ে থানা পুলিশকে অবগত করেন। তবে
ঘটনা স্থলে পুলিশ ও সিআইডি রক্ত ও আলামত সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছে।
এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ সকালে যাওয়া কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মু কে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।
তবে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে ত্রিমুখী তদন্ত চলছে।
তদন্তের জন্য আলমগীর সিকদার ও জহিরুল সিকদার কে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে।
The post কলাপাড়ায় তিন সন্তানের জননী রহস্য জনক নিখোঁজ, হত্যা না গুম! appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.