যশোরের চৌগাছায় ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বে দুটি বাস ভাংচুর করা হয়েছে। একই সাথে একটি বাসের চালক ছুরিকাহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় মল্লিকবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে বলে বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছে।
স্থানীয় বাস শ্রমিকরা জানায়, বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে চৌগাছা-যশোর বাসস্ট্যান্ডে চৌগাছা ফার্মেসির মালিক জাকির হোসেনের সাথে ইজিবাইক চালানোকে কেন্দ্র করে বাস চালক মাসুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় উপস্থিত শ্রমিকরা তাদের থামিয়ে দেন।
শ্রমিকরা জানান, এই ঘটনার সূত্র ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ি ব-১১-০০২০ ও যশোর ব-০২-০০২৪ নম্বরধারী যাত্রবাহী বাস দুটি পর্যায়ক্রমে মল্লিকবাড়ী নামক স্থানে পৌঁছালে হামলা চালানো হয়। হামলাকারীরা বাসের জানালা, দরজা ও সামনের গ্লাস ভাংচুর করে। জামতলা গ্রামের জাকির হোসেনের নেতৃত্বে আলমগীর হোসেন লাঠি ও লোহার রড নিয়ে বাস দুটি ভাংচুর করে। তাদের নেতৃত্বে স্থানীয়রা এই ভাংচুরে অংশ নেয় । বাসের ভাংচুর ঠেকাতে এগিয়ে গেলে বাসচালক মাসুমকে ছুরিকাঘাত করা হয়। আহত মাসুমকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বাসের মালিক রমজান ও আশারফ হোসেন আশা জানান, ভাংচুর করায় দুটি বাসে তাদের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা জানান, ইজিবাইক চালানো নিয়ে সমস্যা হলে তারা মালিক সমিতির নেতৃবৃন্দকে জানাতে পারতেন। তাই বলে বাস ভাংচুর করা তাদের ঠিক হয়নি।
এ ব্যাপারে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দীন বলেন, ইজিবাইক চালকদের সাথে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন জানেন। তাদের দাবীর প্রেক্ষিতে মালিক পক্ষ প্রশাসনের সহযোগিতায় সিদ্ধান্ত নেন, ইজিবাইক চালকরা নিমতলা ও সলুয়া পর্যন্ত তাদের গাড়ি চালাতে পারবে। এতে মালিক পক্ষ কোন বাঁধা দেবে না। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে প্রায়ই ইজিবাইক চালকরা চুড়ামনকাটি পর্যন্ত ইজিবাইক চালাচ্ছে, এটা ঠিক নয়। যে ঘটনা ঘটেছে তা অনাকাংখিত। আমরা চাই সড়কে সহাবস্থান বজায় থাকুক।
এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিয়ম মেনেই সড়কে সকল গাড়ি চলাচল করতে হবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এএজে
The post চৌগাছা ইজিবাইক চলাচল দ্বন্দ্বে দুটি বাস ভাংচুর, চালক ছুরিকাহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024