
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ নামাটারী সীমান্তে বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত জাহানুর ইসলাম (২০), তিনি ভারতীয় নাগরিক।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নামাটারী সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর কাছ দিয়ে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরিদাস খামারের ধনিটারী বিএসএফ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাবার বুলেট ছোড়ে। এতে চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়। এ সময় জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।
এ সময় আহত দুই ভারতীয় নাগরিক হারুন ও হাসান দৌড়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা এখন গোড়কমন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ গোড়ক মন্ডপ ক্যাম্পের বিজিবি কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।
খুলনা গেজেট/জেএম
The post বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করে মারলো বিএসএফ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.