অনলাইন ডেস্ক: বিনোদন জগতের তেলেগুর জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখনো ৩০-এ পা দেননি। অল্প সময়ে ফিল্মি ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম জুড়েছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন থেকে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কিংবা রণবীর কাপুর— ইতোমধ্যে প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন রাশমিকা মান্দানা। জন্মদিনের মাস পড়তে না পড়তেই যে উপলব্ধি হলো অভিনেত্রীর।
যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। মানুষ বদলায়। কিন্তু রাশমিকার তেমন কিছুই বদলায়নি। তিনি নিজেকে নিয়ে খুশি। অভিনেত্রী লিখেছেন—এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলেন মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি উল্টো।
তিনি বলেন, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতোমধ্যে ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটি বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়ে দিলাম।
সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। যদিও সিনেমাটি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু মুক্তির কয়েক দিনের মধ্যেই বাতিল হচ্ছে শো।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে । তার বাবার নিজের শহরে একটি কফি এস্টেট ও একটি অনুষ্ঠান হল রয়েছে এবং তার মা একজন গৃহিণী । তার একটি ছোট বোন শিমন আছে, যাকে তিনি লালন-পালনে সাহায্য করেন এবং তাকে মাতৃত্বের মতো অনুভব করেছিলেন। ছোটবেলায় তার পরিবার অভাব-অনটনের মধ্যে কেটেছে। আর্থিকভাবে সংগ্রাম করেছে। তার বাবার বাসা ভাড়া দিতেও কষ্ট হয়েছে।
The post জন্মদিন পালনের ইচ্ছে মরে যাচ্ছে রাশমিকার, কেন বললেন অভিনেত্রী? appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024