
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর এক বছরের চুক্তি ৩১ মার্চ পর্যন্ত ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই বাফুফে আরও তিন মাস টিটুর চাকরি বৃদ্ধি করেছে। এতে তিনি চলতি বছর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, ‘ট্যাকনিক্যাল কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সভাপতির অনুমোদনক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের তিন মাসের জন্য চুক্তি বেড়েছে।’
শুধু তিন মাস মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে জানা গেছে, পদটির জন্য বিদেশি টেকনিক্যাল ডিরেক্টরও ভাবনায় রাখছে বাফুফে।
প্রসঙ্গত, বাংলাদেশে টেকনিক্যাল ডিরেক্টর পদের শুরু ২০০৯ সালে কিংবদন্তী গোলরক্ষক সাবেক জাতীয় অধিনায়ক গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরি সান্টুর নিয়োগের মাধমে। কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর তার ঘনিষ্ঠ বন্ধু সান্টুকে আমেরিকা থেকে নিয়ে এসে এই পদে বসান। বছর দেড়েক কাজের পর সান্টু আমেরিকায় ফিরে গেলে বায়েজিদ জোবায়ের আলম নিপু তার স্থলাষিভিক্ত হন। তিনি বছর পাঁচেক ছিলেন। ২০১৬-২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রায় ৬ বছর ছিলেন বৃটিশ পল স্মলি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। ২০২৪ সালের ১ এপ্রিল এক বছরের জন্য সাবেক জাতীয় ফুটবলার ও কোচ টিটুকে এই পদে নিয়োগ দেয় ফেডারেশন।
The post মেয়াদ বাড়ল বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর টিটুর appeared first on Bangladesher Khela.