
বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন বলেছেন, খুলনা দেশের তৃতীয় বৃহত্তম শহর হলেও জনশক্তি রপ্তানিতে ব্যাপক পিছিয়ে রয়েছে। খুলনায় চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মানুষ দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং বিদেশে কর্মসংস্থানে যেতে পারে। জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।
মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়রার পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীদের উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সুধীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, মানবসম্পদ উন্নয়নে সঠিক পদক্ষেপ না নিলে দেশের উন্নয়ন থমকে যাবে। তাই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জনের জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়।
মতবিনিময়কালে মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নাজমা পারভিন বলেন, ভীত কত মজবুত তার উপরে নির্ভর করে একটি ভবনের স্থায়ীত্ব। একইভাবে একটি শিশুকে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়গুলো অত্যন্ত গুরুত্ব ভূমিকা রাখতে পারে। শিশুদের দূর্বল দিকগুলো খুঁজে আমরা পৃথক গ্রুপ করে বিশেষভাবে পাঠদান করি। আজকের মতবিনিময় সভায় এসে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি।
গজালিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হান্নান বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে রেমিট্যান্স আনতে বিভিন্ন ভাষা শিক্ষা অত্যাবশ্যক। মাদ্রাসাগুলোতে বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি-উর্দু ভাষা শিক্ষার সুযোগ রয়েছে। অথচ আমরা এখনও বৈষম্যের শিকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও এবতেদায়ির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের একাডেমিক ভবনগুলো জরাজীর্ণ। মাদ্রাসায় শিক্ষার্থী পাওয়া দুষ্কর। সকল মাদ্রাসাগুলোকে সরকারি করার পাশাপাশি শিক্ষারমান উন্নয়নের দাবি জানান তিনি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর উদ্যোগে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক মো. শাহীনুজ্জামান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা শিশির মোহাম্মদ বেলাল, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/জেএম
The post ‘জনশক্তি রপ্তানিতে পিছিয়ে খুলনা জেলা’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.