
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী আখি আক্তার (৩৫) মঙ্গলবার মধ্য রাতে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় তার স্বামী আলমগীর সিকদার, ননদ নাছিমা বেগম, দুই ভাগনে, এক দেবর, এক ভাগনে বউ ও ভাসুরের এক পূত্রবধূসহ মোট সাত জনকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার এসআই মো. জাহিদ এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্য রাতে স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় গৃহবধূ আখি বেগম। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঈদের কারণে বাড়িঘরে আমন্ত্রিত মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমুতে যান। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের দুইজনকে নিয়ে তার ভাইয়ের ঘরে ঘুমুতে যান। আখি তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ননদ জেগে তাকে বিছানায় দেখতে না পেয়ে ডাকচিৎকার করতে থাকে। রাত আনুমানিক তিন টার দিকে বাড়ির লোকজন নারী কন্ঠের চিৎকার শুনে সবাই গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে আছে। নিখোঁজ গৃহবধূ আখির ছেলে নবম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া ছেলে আসাদুল সিকদার ৯৯৯ এ কল দেয়। পুলিশের একাধিক উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতে নিখোঁজ গ্রহবধূর স্বামী, ননদ দেবরসহ সাতজনকে গ্রেফতার করে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
The post কলাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূ নিখোঁজ, স্বামী দেবর ননদসহ ৭ জন গ্রেফতার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.