
দুপুরের খাওয়ার পর মোমেন চৌধুরী রেডিও চালু করলেন। ভেসে এল নচিকেতার গান ‘বৃদ্ধাশ্রম’। গান শুনে আর চোখের জল আটকাতে পারলেন না। নিজের জীবনের চিত্র যেন মিলে গেল গানের কথার সঙ্গে। তিনি ভাবেন, ছেলের বিশাল ফ্ল্যাটে জায়গা হলো না, কিন্তু বৃদ্ধাশ্রমের এই ছোট্ট ঘর তাঁকে জায়গা দিল। একদিন কি ছেলেও তাঁর জায়গায় এসে আশ্রমে ঠাঁই নেবে? নাতিটা কি তাঁর বাবাকেও ঠিক এমনভাবেই ফেলে যাবে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়, চোখ বেয়ে নীরব জল গড়ায়।