ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। প্রতিবছরের ন্যায় এবারের ঈদুল ফিতরেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি ছবি। ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ছবিগুলোর মুক্তির পর তিনদিনের আয় কত ছিল, তা জানার আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।
যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে তিন দিনে কত টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই। তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে জানা যায়, ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনের আয়।
তার মতে, একদিনে ব্লকবাস্টার ছাড়া বাকি মাল্টিপ্লেক্সগুলোতে গ্রস আয় প্রায় ১ কোটি টাকা, বলাবাহুল্য সিংগেল ডে তে রেকর্ড! সামনে স্টারের নতুন দুটি শাখা (পুলিশ প্লাজা বগুড়া, সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ) চালু হলে এবং রাজশাহীর শাখা মেরামত করা হলে সিংগেল ডে তে মাল্টিপ্লেক্স গ্রস পটেনশিয়ালটি হবে ১ কোটি ২০ লাখের মত।
বরবাদের শো বেড়েছে প্রায় ৩৫%, সে অনুপাতে আয়ও বেড়েছে ৩২%। স্টার সিনেপ্লেক্সে ৪২ টি হাউজফুল শো দিয়েছে। তৃতীয় দিনেই গত বছরের আলোচিত সিনেমা দরদের মাল্টিপ্লেক্স লাইফটাইম গ্রসকে (১.৫ কোটি) প্রায় ছুঁয়ে ফেলল বরবাদ।
এদিকে আয়ের তালিকায় প্রথমে রয়েছে মেগাস্টার শাকির খানের ‘বরবাদ’। সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। টোটাল তিনদিনে মাল্টিপ্লেক্স থেকে আয় ১ কোটি ৩১ লাখ।
তালিকায় ২য় স্থানে রয়েছে অভিনেতা আফরান নিশোর ‘দাগি’ তিনদিনে মাল্টিপ্লেক্সের ৩৩টি শো থেকে আয় ২৬ লাখ ৫৮ হাজার টাকা। টোটাল তিনদিনে মাল্টিপ্লেক্স থেকে আয় ৬৯ লাখ ৪৩ হাজার টাকা।
সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৯টি শো থেকে আয় করেছে ৭ লাখ ৯৯ হাজার টাকা। টোটাল মাল্টিপ্লেক্সের ৩ দিনের আয় ২২ লাখ ১৭ হাজার টাকা। এদিকে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৭টি শো থেকে আয় করেছে ৫ লাখ ৫ হাজার টাকা। টোটাল মাল্টিপ্লেক্সের ৩ দিনের আয় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
খুলনা গেজেট/এএজে
The post ঈদের তৃতীয় দিনে কোন সিনেমার আয় কত? appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024