
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছেন লালমোহন থানা পুলিশ। বৃহষ্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতারা হলেন ১। মোঃ সবুজ (৩৮), পিং-আঃ সহিদ ২। মোঃ রাকিব (২৫), পিং-নজির আহম্মেদ ৩। মোঃ আল আমিন (৩৪), পিং-মৃত আঃ রশিদ । তারা সবাই উপজেলার চরভুতা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, বুধবার (২ এপ্রিল) রাত পৌনে তিনটার সময় লালমোহন পৌর শহরের ০৮নং ওয়ার্ডস্থ ওয়েস্টার্ন পাড়া হেকিমগো বাড়ীর মসজিদের সামনে পাঁকা রাস্তায় ধৃত সবুজ ও রাকিব মাদক ক্রয়-বিক্রয় করিতেছে। সংবাদ পেয়ে এস.আই আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গাঁজার উৎসস্থল সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদে সবুজ জানান তার বন্ধু আল আমিন উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদক বিক্রি করে। ধৃত আসামীদ্¦য়ের দেয়া তথ্যমতে একই তারিখ সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার চরভুতা ইউয়িনের ০৯নং ওয়ার্ডে তার বসত বাড়ি থেকে আল আমিন কে আটক করে। এসময় তার নিকট ২ কেজি গাঁজা ও ৫০০ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ওসি সিরাজুল ইসলাম আরও জানান ধৃত সবুজ কুমিল্লা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন যায়গায় বিক্রি করে। সবুজ এবং রাকিবের নামে মাদকদ্রব আইনে পূর্বে একাধীক মামলা রয়েছে। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
The post লালমোহনে মাদকের বড় চালান জব্দ ৩ কারবারি আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.