খুলনায় একটি পরিত্যক্ত ভবণের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে নগরীর বড় বাজারের ডেল্টা ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল বলে অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে জানানো হয়েছে।
বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার স্বাধীন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে বড় বজারের ডেল্টা ঘাট এলাকার একটি পরিত্যক্ত ভবণের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ভবণের নীচ তলায় কয়েকটি দোকান রয়েছে। দু’তলায় আগুন দেখামাত্র ওই এলাকার স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করলে বয়রা অগ্নিনির্বাপন কেন্দ্র থেকে ৩ টি এবং টুটপাড়া ফায়ার সার্ভিস থেকে ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের ব্যাপ্তি নিয়ন্ত্রণ করতে পারলেও পুরোপুরি তা নিয়ন্ত্রণ করতে পারেনি। এখনও তারা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।
তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে তিনি এ প্রতিবেদককে জানাতে পারেনি।
খুলনা গেজেট/ টিএ
The post খুলনার বড় বাজারের পরিত্যক্ত ভবণে আগুন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024