
বাগমারা প্রতিনিধি: বাগমারার নরদাশ ইউনিয়নের হাট মাধনগর গ্রামস্থ চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাশী সংগঠনের উদ্যোগে হাট মাধনগর গ্রামকে একটি আদর্শ ও উন্নত গ্রামে রূপান্তরের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে হাট মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লক্ষীপুর শাখার এসপিও অ্যান্ড ম্যানেজার অপারেশন্স আতাউর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এসআই (পিবিআই বগুড়া) মাইনুল ইসলাম, আর এম এম এস ই বি এ বগুড়া আলহাজ¦ কলিম উদ্দিন ও এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বগুড়ার সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রামের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে আলহাজ¦ ইঞ্জিনিয়ার আজিজুর রহমানকে সভাপতি, আনিছুর রহমান, সাইদুর রহমান ও ইউপি সদস্য আব্দুর রশিদকে সহ-সভাপতি এবং মাস্টার সাহেব আলীকে সাধারণ সম্পাদক করে মোট ৪৫ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ গ্রাম উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়।
The post বাগমারার হাট মাধনগরে গ্রাম উন্নয়ন কমিটি গঠন appeared first on সোনালী সংবাদ.