মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিখোঁজের ৫ দিন পর বোরো ধানের খেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেছেন তার স্বজনেরা। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।
তিনি গত শুক্রবার (২৮ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন।
নিখোঁজ আব্দুল জব্বারের ছোটভাই মোজাহারুল ইসলাম বলেন, কশব ভোলাগাড়ী গ্রামের জনৈক বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে গত শুক্রবার সকালের দিকে ভাই আব্দুল জব্বার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। মোজাহারুল ইসলাম দাবি করেন, লাশের গলায় থাকা চাঁদির চেন ও পায়ের স্যান্ডেল দেখে এটি ভাই আব্দুল জব্বারের লাশ বলে শনাক্ত করেছি।
পরিবারের অন্য সদস্যরাও লাশটি আব্দুল জব্বারের বলে দাবি করেন। কশব মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খয়ের আলী বলেন, বিলের গভীর নলকূপের ড্রেনম্যান গত বুধবার সকালে ওই এলাকায় পানি দিতে গিয়ে সামসুর রহমানের খেতে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে সংবাদ দেয়া হয়। বিলের মধ্যে ধানখেতে পড়ে থাকায় শিয়ালে লাশটি খেয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেন তার স্বজনেরা।
তবে লাশের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আমাদের মত করে কাজ করছি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)।
তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল। গ্রেপ্তার বুলবুলের দেয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
The post মান্দায় নিখোঁজের ৫ দিন পর ধান খেতে মিলল গলিত লাশ, মূলহোতা গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024