
নগর প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, “একাত্তর এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে যারা মন্তব্য করবেন, তাদের কোনো সহনশীলতা প্রদর্শন করা হবে না। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। ২৪শে ফেব্রুয়ারিতে বিপ্লব হয়নি, এটা ছিল শুধুমাত্র একটি গণঅভ্যুত্থান।”
তিনি আরও বলেন, “একাত্তরকে সঠিকভাবে মনে রেখে প্রয়োজনীয় সংস্কার করে অন্তবর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।”
৩ এপ্রিল রাতে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সরোয়ার বলেন, “বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা গত ১৬ বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছি। এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন জরুরি। নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে।”
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সরোয়ার আরও বলেন, “শেখ মুজিবুর রহমান ছিলেন একটি বিশাল নেতা, এবং তার অবদান আমরা অস্বীকার করতে পারি না। তবে তিনি সরাসরি স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র অংশগ্রহণ করেননি। এটি ছিল একটি সশস্ত্র সংগ্রাম, যার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান অংশগ্রহণ করেছিলেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি বড় দল, তবে তাদের অহংকার অনেক বেশি। শেখ মুজিব একজন বড় নেতা ছিলেন, তবে তিনি প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারতেন না। শেখ হাসিনাও একই পথে চলছেন, আর এজন্য আওয়ামী লীগের আজকের পরিণতি এমন হয়েছে।”
এ সময় বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র ব্যটবল, নুরুল আলম ফরিদ, সাংবাদিক নাছিমুল আলম ও হুমায়ুন কবীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
The post দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই : সরোয়ার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.