জুলাই অভ্যুত্থানে আহত শিশু বাসিত খান মুসা (৭) প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে সে দেশে ফেরে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ জুলাই মেরাদিয়াহাট এলাকায় বাসার নিচে মুসাকে আইসক্রিম কিনে দিতে নেমে নাতিসহ দাদি মায়া ইসলাম (৬০) গুলিবিদ্ধ হন। মায়া পরদিন মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশে চলে যায়। এর পরও বেঁচে যায় সে। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
২৬ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় সরকার। চিকিৎসা শেষে দেশে ফিরেছে সে। এক সপ্তাহ তাকে সিএমএইচে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে মুসাকে বাসায় নিতে পারবে পরিবার।
তার শরীরিক অবস্থা জানতে চাইলে ডা. হুমায়ুন কবির হিমু বলেন, এখন বেশ ভালো আছে মুসা। তবে তার ডান পাশ প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্ত)। সে এখন কিছুটা সাহায্য নিয়ে নিজে থেকে বসে থাকতে পারে। নিজে নিজে খেলে। লোকজনকে দেখলে হাসে। মুসার মাথায় গুলি রয়ে গেছে। এ কারণে যে কোনো সময় সংক্রমণ দেখা দিতে পারে। তাই তাকে সাবধানে রাখতে হবে।
মুস্তাফিজুর ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান মুসা। পরিবারটির বসবাস রামপুরার মেরাদিয়ায়। মালিবাগে তাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে।
খুলনা গেজেট/এইচ
The post সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছে অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024