
চান্দ্রবর্যের দশম মাস শাওয়াল। মহিমান্বিত মাস রমজানের পরই ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাওয়াল অন্যতম। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এ মাসে ছয়টি রোজা রাখা। রমজানের ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা মুস্তাহাব। এই রোজার অনেক ফজিলত রয়েছে, যা রসুল (স.)-এর হাদিস দ্বারা প্রমাণিত। মহানবি (স.) নিজে এ রোজা আদায় করতেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিতেন।
এ প্রসঙ্গে… বিস্তারিত