আজ ইউনিভার্সিটি থেকে ক্লাস নিয়ে ফেরার পর মনে হলো প্লেটটা একটু পরিষ্কার করি। ডিশিং মেশিনে দেওয়ার পর এই লেখা লিখতে বসেছি। ক্যানসার নামক রোগের চিকিৎসা করাতে গিয়ে একসময় আবিষ্কার করেছি—ব্যাংকে আর কোনো টাকা অবশিষ্ট নেই। তবু থেমে যাইনি। মায়ের চিকিৎসা শেষ পর্যন্ত করেছি।