
বরগুনা প্রতিনিধি:

বরগুনার বদরখালীর তেঁতুলবাড়িয়া গ্রামে আহত একটি মদনটাক পাখিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় ছয়জনের নামে মামলা করেছে বন বিভাগ। এ ঘটনায় এলাকাবাসীর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী স্থানীয়দের শপথপাঠ করিয়েছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয়দের এ শপথপাঠ করানো হয়।
এর আগে ১০ মার্চ তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে আহতাবস্থায় একটি মদনটাক পাখি এসে পড়ে। স্থানীয় কয়েকজন যুবক পাখিটি নিয়ে জবাই করে মাংস ভাগ করে নেয়। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে পাখিটির কিছু অংশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনের নামে মামলা দায়ের করেন।
পাখি হত্যার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আজ এলাকাবাসীর জন্য বিশেষ শপথপাঠের আয়োজন করা হয়।
বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমীর উপস্থিতিতে স্থানীয়রা শপথ নেন যে, তারা বন্যপ্রাণী রক্ষা করবেন এবং তেঁতুলবাড়িয়াকে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবেন।
শপথে বলা হয়, আমরা অঙ্গীকার করছি যে, তেতুলবাড়িয়া গ্রাম বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসাবে আজকে থেকে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণী রক্ষায় এই এলাকা দেশের মধ্যে অনন্য এক নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হলো। বন্যপ্রাণীরা এই এলাকায় নিরাপদ থাকবে। কোনোরকম শিকার, পাচার ও বন্যপ্রাণীর ক্ষতি সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম এই এলাকায় আর সংগঠিত হবে না। আমরা বন্যপ্রাণী রক্ষায় দেশের মধ্যে সেরা হবো।
এ বিষয়ে বরগুনা সদর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, কিছুদিন আগে বরগুনায় একটি মদনটাক হত্যা করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। ভবিষ্যতে যাতে ওই এলাকায় এ ধরনের আর কোনো ঘটনা না ঘটতে পারে সে লক্ষে এলাকাবাসীকে সচেতন করতে বন ও পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শপথপাঠ করিয়েছেন।
The post বদরখালীতে মদনটাক হত্যার ঘটনায় শপথপাঠ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.