এর আগে কয়েকবার নাটকে বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলেছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান। ছবি দেখে নেটিজেনরাও ধরে নিতো, সত্যিই বোধহয় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কয়েকদিন পর অবশ্য তিনি জানান সেটি ছিল নাটকের দৃশ্য। এবার বাস্তবেই বিয়ে করলেন এই অভিনেতা।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। তাতে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ ছবি প্রকাশ করলেও স্ত্রীর নাম ও পরিচায় জানাননি শামীম। ধারণা করা হচ্ছে, তাঁর স্ত্রী মিডিয়ার কেউ নন।
অভিনেতার প্রকাশ করা আরও একটি ছবিতে দেখা যায়, স্ত্রী, দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা। সেখানে তাঁর মা বাবাকেও দেখা যায়।
ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা অঙ্গনের অনেকে। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন।
প্রসঙ্গত, ইউটিউব চ্যানেল থেকে পরিচিতি লাভ করেন শামীম হাসান। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালে তাঁর অভিনয়ে দর্শক জনপ্রিয়তা পায়।
খুলনা গেজেট/ টিএ
The post বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024