
এসময় উপস্থিত ছিলেন, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স, বিরামপুর উদয়ন ক্লাবের সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম রুবেল, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সদস্য মামুনুর রশিদ লিটন ,বিরামপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওবায়দুল মিনহাজ, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা।এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর লিজেন্ড কাপ পরিচালনা কমিটির সদস্য আবু আসলাম বাবু , বিরামপুর লিজেন্ড কাপ পরিচালনা কমিটির সদস্যগনসহ টুর্নামেন্টের ১২ টি টিমের টিম মালিকগণ ও খেলোয়াড়বৃন্দ।
এবার বিরামপুর লিজেন্ড কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে যে ১২ টি দল অংশগ্রহণ করেছেন বিরামপুর লিজেন্ড প্লেয়ার এসোসিয়েশন,এম আর ট্রেডার্স,পি.বি ফাইটার্স,মিম ডিপার্টমেন্টাল স্টোর,ইপিক ব্লাস্টার, ভিক্টর টাইগার্স, লিজেন্ড ফাইটার্স,সেভেন কিংস, উদয়ন ক্লাব ও (সংঘ),আয়াস অরিয়র্স,এন আর ব্রাদার্স ও দেওয়ান এন্টারপ্রাইজ জে আর সুপার কিং।
আনন্দ উৎসব মুখর পরিবেশে বিরামপুর উপজেলায় ঐতিহ্যবাহী আনসার মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে ভিক্টর টাইগার্স টিমের সাথে বিরামপুর উদয়ন ক্লাব (সংঘ) এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করে ভিক্টর টাইগার্স ৩ উইকেটে জয়লাভ করে।