
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খান এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মোঃ শাহিন (২৮) কে ৫ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলাম (২৯) কে ৫ হাজার, ডলফিন পরিবহনের মোঃ সোহাগ (২৩) কে ৫ হাজার এবং শাকুরা পরিবহনের মোঃ বদরুল (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে।
কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহনের এক যাত্রী জুয়েল মৃধা বলেন, ‘ সাভাবিক দিনের ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যা আর না গেলে নাই।’
আর শাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম বলেন, ‘আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। কি করবো বলেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে।’
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও। বাস টার্মিনাল এলাকার স্থানীয় বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, ‘এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।’
অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
The post পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়: ৭টি যাত্রীবাহি বাস কে ৫৪ হাজার টাকা জরিমানা। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.