স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহী -নাটোর মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারীর বিরুদ্ধে বিশেষ অভিযান করছে বিআরটিএ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ায় বিড়ালদহ হাইওয়ে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোয় ও হেলমেট না পরার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শিরোইল বাস টার্মিনালে হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন বিআরটিএ। পরে হানিফ কাউন্টারকে শেষ বারের মতো সতর্ক করে পরবর্তীতে সিলগালার হুঁশিয়ার করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
The post পুঠিয়ায় মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ’র বিশেষ অভিযান appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024