
সাম্প্রতিককালে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যেই বেশি বাক্যবাণের ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ আনছেন। দুই দলই একে অপরের অভিযোগ খণ্ডন না করে পাল্টা অভিযোগের তির ছুড়ছেন। এর মধ্য দিয়ে তাঁরা পরোক্ষভাবে প্রতিপক্ষের অভিযোগের ‘সত্যতা’ স্বীকার করে নিচ্ছে বলে ধারণা করি।