
বাগেরহাটে দেশের সবচেয়ে বেশি নারিকেল উৎপাদন হয়। এ জেলার এটি অন্যতম প্রধান অর্থকরী কৃষিপণ্যও। বাগেরহাটের প্রতিটি বাড়ি বা বাগানে কমবেশি নারিকেলগাছ রয়েছে। চাহিদা মেটানোর পাশাপাশি নারিকেলকে কেন্দ্র করে জেলা জুড়ে গড়ে উঠেছিল ১০৯টি আটো কোকোনাট অয়েল মিল। নারিকেলের ওপর নির্ভর করে চলত এ জেলার ৪ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা। নারিকেল উৎপাদনে ধস নামায় এসব মানুষের অধিকাংশই এখন সংকটে।
বিগত ২০১৯ সাল থেকে… বিস্তারিত