
জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। সিলেটে টেস্ট দলের ক্যাম্পের প্রস্তুতির দিন-তারিখও ঠিক হবে আজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণার অপেক্ষায় আছেন নির্বাচকরাও। গাজী আশরাফ হোসেন লিপুরা গতকাল স্কোয়াড চূড়ান্ত করেছেন। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া।
হোম সিরিজের দলে খুব একটা পরিবর্তন করা হবে না বলে জানায় নির্বাচক প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বেছে নেওয়া হতে পারে সেরা ১৫ জনকে। লিটন কুমার দাসকে পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়ায় মাহিদুল ইসলাম অংকনকে রাখা হতে পারে বিকল্প কিপার ব্যাটার হিসেবে। নাহিদ রানাকে প্রথম টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দেওয়ায় পেস বোলিং বিভাগে নেওয়া হতে পারে খালেদ আহমেদকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারা সাহাদাত হোসেন দিপুর সুযোগ নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে ফেরায় মিডলঅর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।
যদিও এবার জাতীয় লিগে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি জোরালো করেছেন সিলেট বিভাগের হয়ে খেলা নারায়ণগঞ্জের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ২৩ বছর বয়সী এ ব্যাটার লিগের ৭৮৫ রান করে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেন। টেস্ট দলে মূলত ওপেনিং জুটি নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। সাদমান ইসলামের সঙ্গে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে রাখা হতে পারে।
খুলনা গেজেট/এনএম
The post জিম্বাবুয়ে সিরিজে লিটনের জায়গায় অংকন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.