
৪ এপ্রিল বুদ্ধদেব গুহ রচিত রোমান্টিক উপন্যাস ‘হলুদ বসন্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। বই পর্যালোচনায় বন্ধু অনুপমা দাস বলেন, লেখকের উদ্দাম কলমে ভর করে স্বীকার করে যাওয়া, হেরে যাওয়ায় আসলে কোনো গৌরব নেই। তা হোক না সে কোনো বর্ষার মেঘময় সকালে একচিলতে রোদের খোঁজেই। ক্ষণিকের সুখে আরাম থাকতে পারে, তবে প্রশান্তি আছে কি? তবু গল্প লেখা হয়। ভালোবাসাও হয়তোবা সব সময় যুক্তির ভিত্তিতে পরিচালিত হয় না।