
নিজস্ব প্রতিনিধি:

বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সদ্য সাবেক আহŸায়ক সাইফুল ইসলাম জসিম। শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে যুবদল নেতা জসিম বলেন, তার নেতৃত্বে দলীয় নেতা-কর্মী নিয়ে ২ এপ্রিল বুধবার উপজেলার বগা বাজারে আওয়ামীলীগ বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিল এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় একটি কুচক্রি মহল। যার কারনে তাকে ( সাইফুল ইসলাম জসিম) ও যুগ্ম আহŸায়ক রিয়াজুল মাহমুদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি বহিস্কার করেন কেন্দ্রীয় যুবদল। যা তাদের উপর অবিচার বলে মনে করেন। তাই দলের হাই কমান্ডের কাছে অনুরোধ বিষয়টি তদন্ত সাপেক্ষে যেন পূনরায় ব্যবস্থা নেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নানা পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।
The post বাউফলে যুবদল নেতার সাংবাদিক সম্মেলন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.