
আশফাক নিপুণের পরিচালনার সবচেয়ে বড় শক্তি হলো ডিটেইলিং ও বাস্তবসম্মত চিত্রনাট্য। সংলাপ ও ভিজ্যুয়াল স্টোরিটেইলিং দর্শকদের টেনে ধরে রাখে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ এবং আলো-অন্ধকারের ব্যবহার দর্শকদের মধ্যে এক অন্য রকম অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে চিত্রগ্রহণ প্রশংসার দাবিদার। ক্যামেরার মুভমেন্ট এবং ক্লোজআপ শটগুলো চরিত্রগুলোর মানসিক অবস্থার পরিবর্তনকে আরও জোরালোভাবে ফুটিয়ে তুলেছে।