
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়ে গেল ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’। প্রতি বছর দোল পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় এই মেলার। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে ঈদের তিন দিন পর গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এই মেলা। মেলার আয়োজক উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা মুক্তা সংঘ। স্থানীয় স্কুল মাঠে তিন দিনের এ মেলা শেষ হয় গতকাল শনিবার।
আয়োজকরা জানান, জামাই মেলা নামে খ্যাত এ মেলার দ্বিতীয় দিন বৌ… বিস্তারিত