
অনলাইন ডেস্ক : ২০২১ সালে বোটক্লাবকাণ্ডে সংবাদ সম্মেলনে কান্নাকাটি করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। শুধু তাই নয়, ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাও করেছিলেন। কিন্তু পরবর্তীতে বোটক্লাবের ঘটনায় পরীমনি নিজেই ফেঁসে যান।
পুলিশ বলছে, নায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিংকীকে মারধরের সত্যতা মিলেছে।
গত বৃহস্পতিবার পরীমনির গৃহকর্মী পিংকী আক্তার ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরীমনি তার এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকী আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম শনিবার যুগান্তরকে বলেন, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীর দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পিংকী আক্তার নামে ওই গৃহকর্মী যে অভিযোগ দিয়েছিলেন তা জিডি হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
গৃহকর্মী পিংকী আক্তারের বাড়ি নেত্রকোনায়। অভিযোগে তিনি বলেন, একটি এজেন্সির মাধ্যমে এক মাস আগে তিনি পরীমনির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরীমনির এক বছর বয়সি মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওই বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম। পাশাপাশি বাসার অন্যান্য কাজও করতেন পিংকী। গত ২ এপ্রিল গৃহকর্মী পিংকী পরীমনির বাচ্চাটিকে পাশে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চা কান্না শুরু করলে পরিমনির পরিচিত সৌরভ নামে এক ব্যক্তি বাচ্চাকে ‘সলিড খাবার’ দেওয়ার পরামর্শ দেন।
পিংকী বলেন, সলিড খাবার দেওয়ার সময় না হওয়ায় আমি বাচ্চার জন্য দুধ তৈরি করছিলাম। এমন সময় পরীমনি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় মারতে থাকেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মারধরের একপর্যায়ে পিংকী অচেতন হয়ে যান। কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। পিংকী আক্তারের অভিযোগ, প্রায় এক ঘণ্টা পর তার জ্ঞান ফিরে। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর পিংকী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে গৃহকর্মীর থানায় অভিযোগ দায়েরের ঘটনায় গতকাল রাতে ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে মুখ খুলেন পরীমনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানিয়েছেন তিনি।
পাশাপাশি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত।
একইভাবে ২০২১ সালেও বোটক্লাবকাণ্ডে সংবাদ সম্মেলনে কান্নাকাটি করেন পরীমনি। তখন তিনি ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন।
এই অভিযোগে ২০২১ সালের ৯ জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন নায়িকা পরীমনি। সেই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। তদন্তের সময় পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল।
পরীমনির বিরুদ্ধে ২০২১ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন। যদিও পরীমনি প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেন, কিন্তু তদন্তে সত্যতা মেলে।
এছাড়াও ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। তখন ফেসবুক লাইভে পরীমনিকে কান্নাকাটি করতে দেখা যায় এবং অভিযানকে বেআইনি বলতে শোনা যায়। এরপর সেদিন তার বাসা থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ উদ্ধার করে র্যাব এবং তাকে গ্রেফতার করে। এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারের ২৭ দিন পর ১ সেপ্টেম্বর পরীমনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।
উল্লেখ্য, পরীমনি এই মামলাগুলো বর্তমানে আদালতে চলমান রয়েছে। চলতি বছরের শুরুর দিকে মামলার শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর আদালতে তার জামিনদার হন তরুণ গায়ক শেখ সাদী। এই গায়কের সঙ্গেও পরীমনি সম্পর্কের গুঞ্জন চলছে। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও ছবিতেও তার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
এদিকে, গৃহকর্মীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মেলায় মামলার তালিকা দীর্ঘ হচ্ছে এই আলোচিত অভিনেত্রীর।
The post এবারও ফেঁসে যাচ্ছেন নায়িকা পরীমনি! appeared first on সোনালী সংবাদ.