
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে বাগানের গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকা থেকে মরহদেহ দুইটি উদ্ধার করা হয়।
নিহত ওই মায়ের নাম রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫)। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও আসাদ তাদের ছেলে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম ও এসআই বেলায়েত হোসেন জানান, তারা খুলনাতে বসবাস করতো। ঈদে নিজ বাড়িতে এসে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের পেছনের একটি গাছে একই রশিতে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে তাদের উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
তারা আরও জানান, মরদেহ দুইটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে । এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
The post ঝালকাঠিতে একই রশিতে ঝুলছিলো মা-ছেলের মরদেহ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.