এক ব্যবসায়ীর সঙ্গে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগর। জিডিতে ‘কথোপকথনটি এডিট করে’ প্রচারের মাধ্যমে তার সম্মান ক্ষুন্ন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, রাসেল মিয়া (মেলা রাসেল) গতবছর আগস্ট মাসে আমার নিকট থেকে ধার হিসাবে ৪ লাখ টাকা গ্রহণ করে। প্রতিমাসে পিকচার প্যালেস মার্কেটের আদায় করা ভাড়া থেকে আমাকে ৫০ হাজার টাকা করে আমাকে পরিশোধ করার কথা ছিল। কিন্তু সে আমাকে কোনো টাকা পরিশোধ না করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে আমার জরুরী টাকার প্রয়োজন হওয়ায় আমি গত ১৩ মার্চ সন্ধ্যায় পাওনা টাকা চেয়ে রাসেল মিয়াকে ফোন দেই। আমার সেই ফোন রেকর্ড বিকৃতভাবে প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।’
রাসেল মিয়াও ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘সম্প্রতি নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ীভাবে নির্মিত পিকচার প্যালেস সুপার মার্কেটের দোকান ঘরগুলোর দেনা-পাওনার বিষয় নিয়ে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সাথে আমার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে তার পূর্বের পাওনা পরিশোধ সংক্রান্ত আমাদের কিছু কথোপকথন এডিট করে তার সাথে ছবি সংযুক্ত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমার অজান্তেই করা হয়েছে। সেখানে চাঁদাবাজির কোন কথা ছিল না। এবং ওই কথোপকথনে কিংবা এর আগে-পরে কখনোই সে আমার কাছে কোন চাঁদা দাবি করেনি।’
খুলনা গেজেট/এইচ
The post অডিও ফাঁসের ঘটনায় যুবদল নেতা সাগরের জিডি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024