
পটুয়াখালী প্রতিনিধি:

জাতীয় এ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে পটুয়াখালীতে র্যালি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখা।
রোববার (৬ এপ্রিল) সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে হাসপাতাল চত্বর এলাকায় আয়োজিত বিক্ষোভ সভায় নেতারা বলেন, নীতিমালা না থাকায় ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানিতে ভুগছেন তারা।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, আট আসনের অনুমোদন, হাসপাতাল পার্কিং সুবিধা এবং হয়রানি বন্ধ।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোঃ ছালাউদ্দিন, মোঃ লোকমান হোসেন, আব্দুল করিম, মোঃ জহিরসহ অন্যান্যরা।
দাবি মানা না হলে আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
The post পটুয়াখালীতে এ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে র্যালি, ১২ এপ্রিল থেকে ধর্মঘটের হুঁশিয়ারি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.