ভারতের সবচেয়ে দীর্ঘ এবং পবিত্র নদী গঙ্গায় হাজার হাজার ডলফিনের বাস। কিন্তু এখন তাদের বেঁচে থাকাটাই হুমকির মুখে পড়েছে।
তবে এরা সেই সমুদ্রের ডলফিনদের মতো নয়। এরা পানির ওপরে ঝাঁপিয়ে ওঠে না, দীর্ঘ সময় পানির ওপরে থাকে না, কিংবা সোজা হয়ে সাঁতার কাটে না। বরং তারা পাশ ফিরে সাঁতার কাটে, বেশিরভাগ সময় পানির নিচে থাকে, লম্বা ঠোঁট থাকে এবং প্রায় সম্পূর্ণ অন্ধ।
এরা হলো গাঙ্গেয় ডলফিন, এক ধরনের নদীর ডলফিন… বিস্তারিত