বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন কাজ শুরু করেছে। “মায়া ভরা গ্রাম” প্রকল্পের মাধ্যমে বেকার যুবক পিছিয়ে পড়া নারীর নারীদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।
শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জীবন মান উন্নয়নে ফাউন্ডেশনের মাধ্যমে সেবার হাত বাড়িয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, “মায়া ভরা গ্রাম” প্রকল্পটি রামপাল-মংলা এলাকার যুবক ও নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে আল কোরআনের আলোয় আলোকিত একটি গ্রামের ধারণা বাস্তবায়ন করতে তারা কাজ শুরু করেছেন। এটির মাধ্যমে গ্রামের তরুণ বেকাররা ধর্মীয় শিক্ষার পাশাপাশি জীবনযাত্রা উন্নত করার জন্য বিভিন্ন বিষয়ে হাতে কলমে কাজ শিখে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এই প্রশিক্ষণ ও সহায়তা তরুণ শিক্ষিত বেকারদের স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।
শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা ও পরিচালক মুফতি কাজী ইব্রাহীম (হাফি:) জানান, এই প্রকল্পের আওতায় রামপাল ও মোংলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ৪০ জন কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আগ্রহী প্রার্থীদের ফাউন্ডেশনের নম্বরে যোগাযোগ করে 01946-429515 (হটস আপ) বিস্তারিত তথ্য জানতে করতে পারবেন।
“মায়া ভরা গ্রাম” প্রকল্পটি এলাকার যুবকদের মধ্যে নতুন শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
স্থানীয়রা মনে করেন, এই সেবামূলক প্রতিষ্ঠানটির কারনে রামপাল ও মংলা অঞ্চলের বেকার যুবক ও নারীদের জন্য দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা এই গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে সাহায্য করবে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তারা ঘরের কাছেই কাজের সুযোগ পাবে যাতে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরতে পারে।
খুলনা গেজেট/এএজে
The post কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024