১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। এই প্রতিযোগিতা এশিয়া কাপের বাছাইপর্বও। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে রোববার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
যে দলের অধিনায়ক করা হয়েছে পুস্কর ক্ষিসা মিমোকে। মূল স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা হয়েছে ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিনের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয় খেলোয়াড়কে।
নানান কারণে এবারের হকি দল ছিল আলোচনায়। জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর রোববার চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।
বাংলাদেশ দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।
The post হকি দলের নেতৃত্বে মিমো appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024