
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতি মুহূর্তে ঝরছে তাজা প্রাণ। বীভৎসতায় কাঁদছে মানবতা। গাজার বাসিন্দা রুয়াইদা আমির সেই অনিশ্চিত ও ভয়াবহ পরিস্থিতিময় জীবনের গল্প লিখেছেন আল জাজিরায়। রুয়াইদার লেখাটি তুলে ধরা হলো–
আমি একটা উইল লেখার কথা ভাবছিলাম। আমি ভাবিনি, মৃত্যু আমার এত কাছে চলে আসবে। আমি বলতাম, মৃত্যু হঠাৎ আসে, আমরা তা অনুভব করি না। কিন্তু এই যুদ্ধের সময়,… বিস্তারিত