
একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে গাজীপুর সাফারি পার্কে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর। এসব ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর (দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক) চুরি হয়ে যায়। সেদিন রাতেই শ্রীপুর থানায় এ ঘটনায় সাধারণ… বিস্তারিত