নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, যা চুলের গভীর থেকে পুষ্টি জোগায় ও চুলের আর্দ্রতা ধরে রাখে। চুলের কিউটিকলগুলোকে মসৃণ রাখতেও সাহায্য করে নারকেল তেল। ফলে চুল থাকে নরম ও কোমল। আর এমন বেশ কিছু উপাদান রয়েছে, যেগুলো নারকেল তেলে যোগ করলে এর গুণাবলি আরও বৃদ্ধি পায়।