
নেত্রকোণা জেলার সদর মডেল থানাধীন মোছাঃ মাজেদা বেগম (৫২)’কে নিজ বাসায় নৃশংসভাবে হত্যার ঘটনায় দ”জনকে গ্রেফতার করেছে পুলিশ।বিচক্ষন ওসি কাজী শাহনেওয়াজ এর দির্ধেশনায় তাদেরকে গ্লুরেফতার করা হয়। উদঘাটন হয় খুনের রহস্য। উদ্ধার করা হয় নগদ টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল সেট। হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ২ জনকে গ্রেফতার হয়।
গত ২০ মার্চ সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ১৬.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে নেত্রকোণা মডেল থানাধীন আরামবাগ সাকিনস্থ ভিকটিম মোছাঃ মাজেদা বেগম (৫২), স্বামী-মৃত আরজান আলী, সাং- আরামবাগ, থানা+জেলা-নেত্রকোণা’কে তার নিজ বাসায় অজ্ঞাতনামা আসামী/আসামীগণ নৃশংসভাবে হত্যার শিকার হন। অজ্ঞাত নামা খুনি চক্র নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ ০২ (দুই) টি মোবাইল ফোন ও ব্যবহৃত কানের দুল নিয়ে যায়। যার প্রেক্ষিতে নেত্রকোণা মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২, পেনাল কোড রুজু হয়।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্রের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যবহৃত লুষ্ঠিত Samsung M14 মোবাইল ফোনটি উদ্ধার করে এবং পরবর্তীতে ০৩/০৪/২০২৫ খ্রিঃ তারিখ নেত্রকোণা সদর থানাধীন ছোট বাজার এলাকা হতে উল্লেখিত হত্যাকান্ডের মূল হোতা ও হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত আরিয়ান আহমেদ রাজীব (২২), সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫) নেত্রকোণা’দেরকে গ্রেফতার পূর্বক মামলায় লুণ্ঠিত ৭,০০০ (সাত হাজার) টাকা উদ্ধার করে। উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা ভিকটিম মোছাঃ মাজেদা বেগম’কে শ্বাসরোধ করে হত্যাসহ নগদ টাকা, ০২ (দুই) টি মোবাইল ফোন ও ব্যবহৃত কানের দুল লুণ্ঠন করে নিয়ে যায় মর্মে স্বীকার করে।
মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
The post নেত্রকোনায় ক্লুলেস হত্যাকান্ডের ২ জন গ্রেফতারঃ মালামাল উদ্ধার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.