
প্রশ্ন করি তবে নিজেকে, কখনো কি দেখেছি ভূত কিংবা রাক্ষস-খোক্ষস এসে মানুষকে গুম করে ফেলেছে? রক্ত চুষে খেয়ে ফেলেছে কি? তবে মানুষকে করতে দেখেছি। মানুষ! কতই না ভয়ংকর! জ্যান্ত মানুষ মেরে ফেলে। একটা মানুষের জীবন নষ্ট করে ফেলে। আসলেই তা হয়। কী অদ্ভুত মানুষ! সৃষ্টির সেরা জীব। জ্ঞান, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, ধৈর্য, সৃজনী শক্তি, আরও নানা গুণে মানুষ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে পৃথিবীতে। কিন্তু মানুষই নিম্নশ্রেণির প্রাণীতে পরিণত হয়। নেশায় মত্ত থেকে বেহুঁশ হয়ে সামান্য টাকার জন্য রাতের অন্ধকারে কারও বুকে ছুরিকাঘাত করতে হাত কাঁপে না। শরীর ভোগে উন্মাদ হয়ে শিশুর কোমল মাংস ছিঁড়ে খাওয়ায়ও ডরায় না। রক্ত নিয়ে খেলতে পিছপা হয় না।