
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মধু আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হাছানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু আহরণের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনের মধু একটি ঐতিহ্যবাহী ও বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ। এই মধুর গুণগতমান বজায় রাখতে মৌয়ালদের সততা ও নিয়ম মেনে আহরণ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সুন্দরবনের মধুকে বিশ্ব দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে হলে এর বিশুদ্ধতা রক্ষা করা জরুরি।
অনুষ্ঠানে বলা হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জ থেকে এক লাখ ৫০ হাজার কেজি মধু ও চার হাজার কেজি মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। যেখান থেকে প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মৌয়ালরা অংশ নেন। এসময় তাদের সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয় ১ এপ্রিল। বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে এদিন সকাল থেকে সুন্দরবনে ঢোকা শুরু করেছেন মৌয়ালরা। তবে ঈদের ছুটির কারণে এবার মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকতা হলো সোমবার।
খুলনা গেজেট/জেএম
The post সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.