ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা অঞ্চলে বোমার আঘাতে উড়ছে মানুষের মৃতদেহের খণ্ড খণ্ড অংশ। ক্রমাগত হামলার মুখে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ড। কেবল গাজা অঞ্চলে গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৯০ শিশু। আর সবশেষ ১৮ মাসে প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ফিলিস্তিনি নাগরিক।
ফিলিস্তিনে এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। সারা বিশ্বের অসংখ্য দেশের মতো বাংলাদেশেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। এরইমাঝে আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে এমন এক মিছিলে সবাইকে সমবেত হওয়ার আহ্বানও জানিয়েছেন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া এই ক্রিকেটার।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’
এর আগে গতকাল গ্রাফিকাল ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য। তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী ফুটে উঠেছে তার লেখায়।
খুলনা গেজেট/এএজে
The post ‘মার্চ ফর গাজা’য় অংশ নেয়ার আহ্বান মাহমুদউল্লাহর appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024