
অনলাইন ডেস্ক: রাজা তৃতীয় চার্লস সোমবার চার দিনের সফরে ইতালিতে পৌঁেছছেন। সেখানে তিনি প্রথম ব্রিটিশ রাজা হিসেবে ইতালির যৌথ সংসদে ভাষণ দেবেন। তবে পোপের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন না।
৭৬ বছর বয়সী চার্লসের নিজের স্বাস্থ্যগত আশঙ্কার ১০ দিন পর এই সফর শুরু করেন। ক্যান্সারের চিকিৎসার কারণে সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে রাজকীয় সূত্র জানিয়েছে, রাজা এই সফরে ‘যাওয়ার জন্য উন্মুখ’ ছিলেন। এই সময় তিনি স্ত্রী ক্যামিলার সাথে তার ২০তম বিবাহবার্ষিকীও উদযাপন করবেন।
চার্চ অফ ইংল্যান্ডের প্রধান চার্লসের মঙ্গলবার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা ছিল।
কিন্তু ক্যাথলিক চার্চের ৮৮ বছর বয়সী প্রধান তার ভ্যাটিকান বাড়িতে প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সেরে উঠছেন।
ডাক্তাররা বলেছেন, তার আরোগ্য লাভের জন্য কমপক্ষে আরো দুই মাস সময় লাগবে। যার ফলে রাজা তার পরিকল্পনা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছেন।
রাজ পরিবারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘তাদের ম্যাজেস্টিরা পোপকে তার আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি সুস্থ হয়ে উঠলে হলি সি-তে তাকে দেখতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
বাকিংহাম প্যালেস অনুসারে, চার্লস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গেও দেখা করবেন।
তিনি ইতালীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য প্রথম ব্রিটিশ রাজা হতে চলেছেন।
সূত্র: বাসস
The post রাজা তৃতীয় চার্লস চার দিনের সফরে গেল ইতালিতে appeared first on সোনালী সংবাদ.