
নগর প্রতিনিধি:

বরিশালে দিনমজুর মো. হাসানকে (২৮) হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর লাকুটিয়া সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত হাসানের ছোটভাই তারেক, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, মিতু আক্তার, আব্দুর রহিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, হাসান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আসামিদের দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানাচ্ছি। কোনোভাবে তারা যেন আইনের ফাঁক-ফোকড় দিয়ে জামিন না পায় তারও দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
প্রসঙ্গত, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানাবেষ্টিত ডোবার মধ্য থেকে দিনমজুর হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
The post বরিশালে দিনমজুর হাসানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.