
নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বর বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা বিএনপি ও উপজেলা জামাতই ইসলামের যৌথ উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে লক্ষীপাশা নিউ মার্কেট এলাকায় এসে শেষ হয়।
মিছিলট শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা জামাতই ইসলামির সেক্রেটারি। সমাবেশে সঞ্চালনা করেন মো. সেকেন্দার খান।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামাতই ইসলামের কর্ম পরিষদের সদস্য মো. আলমগীর হুসাইন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা জামাতই ইসলামের আমীর মো. হাদিউজ্জামান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ডা. আল ফাহাদসহ প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
The post ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.