মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ইমরান পরিবহন ও সোনারতরী পরিবহনের কাউন্টারে এই জরিমানা করেন।
অভিযান চলাকালে দেখা যায়, বরগুনা থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি চক্র যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে।
এই অভিযোগের ভিত্তিতে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ ও সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কাউন্টারদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।
The post মির্জাগঞ্জে অতিরিক্ত ভাড়া: দুই বাস কাউন্টারে জরিমানা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.