নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৬ এপ্রিল) রাত ১০ টার সময় চরকাউয়া কয়লাঘাট এলাকায় ‍এ ঘটনাটি ঘটে। চরকাউয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড কয়লাঘাট (সার গোডাউন) এলাকার বাসিন্দা মৃত আঃ হান্নান হাওলাদারের ছেলে দিদার হাওলাদার (কালু) দিনমজুর, তিনি দুই সন্তানের জনক।

নিহতের ছেলে রাকিবুল ইসলাম বলেন, প্রায় দুই মাস ধরে আমার বাবা কোনো কাজ কাম পায়নি এবং বিভিন্ন সময় আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেশাদ্রব্য সেবন করতে। রবিবার দিন রাতে আমি আমার মাকে মারধর ও ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তখন আমি ছোটো বোন, মা, পাশের দাদুর বাসায় ভয়ে চলে যা-ই। তখন আমার বাবা ঘরের দরজা বন্ধ করে ফাঁকা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের ছেটো ভাই, ইব্রাহিম হাওলাদার বলেন, আমার বড় ভাই কালু বিভিন্ন সময় নেশাদ্রব্য মাদক সেবন করেন। তিনি কোনো কাজ করতো না। তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা পয়সা চাইতেন টাকা দিতে অস্বীকার করলে তার স্ত্রী ও সন্তানদের মারধর করেন।

স্থানীয়রা জানান, কালু সাবেক চরকাউয়া খেয়া পারাপারের ট্রলার মাঝি ছিলেন। তিনি অতিরিক্ত নেশাদ্রব্য মাদক সেবন করতেন। এবিষয় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চরকাউয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড কয়লাঘাট এলাকায় কালু নামে এক যুবক আত্মহত্যা করেছে। এসময় সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে আত্মহত্যা করেছে বলে জানান পুলিশ তবে পোস্ট মার্ডাম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

The post বরিশালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.